ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা মানব না: চীন

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং

সংগ্রাম অনলাইন ডেস্ক:

ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আবারো বক্তব্য দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, বেইজিং সব সময় আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে এসেছে।

চীন গত সপ্তাহেও বলেছিল, দেশটি জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা মেনে চললেও আমেরিকার একক নিষেধাজ্ঞা মানবে না।

চীনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও তুরস্কসহ বিশ্বের আরো বহু দেশ ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার এক নির্দেশে ইরানের বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদনের মাধ্যমে ইরানের পরমাণু সমঝোতা আন্তর্জাতিক আইনে পরিণত হয়

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই সমঝোতা অনুমোদিত হয়েছিল বলে এটি এখন একটি আন্তর্জাতিক আইন। মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করে ওই আইন লঙ্ঘন করেছে যা বিশ্বের কোনো দেশ মেনে নিতে চাইছে না।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য ইরানের পরমাণু সমঝোতাকে ‘ভয়ঙ্কর’ হিসেবে অভিহিত করে হুমকি দিয়েছেন, তার দেশের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। দৃশ্যত নিষেধাজ্ঞা উপেক্ষাকারী দেশগুলো ট্রাম্পের এ হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।-পার্স টুডে

অনলাইন আপডেট

আর্কাইভ