শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রূপগঞ্জে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও রিকশা বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার উদ্যোগে স্থানীয় ৪০ জন হতদরিদ্রের মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৪০ জন হতদরিদ্র পুরুষের মাঝে রিকসা বিতরণ করা হয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলার বিরাব গ্রামে এ সব সামগ্রী বিতরণ করা হয়। 
পরে বিরাব বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়া ঐ এলাকার নির্মানাধীন দারুল উলুম রাজিয়া মহিলা মাদ্রসার ভবন নির্মাণে আর্থিক সহায়তা ও বিরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন নির্মাণের আগ্রহ প্রকাশ করেন এ রাষ্ট্রদূত। 
 বাংলাদেশ প্রতিদিনের চীফ রিপোর্টার মনজুরুল  ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল-মুহাইরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রজেক্ট পরিচালক মোহাম্মদ হাসদান আল-জারি, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. গাজী মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প ইনচার্জ এ কে এম রফিকুল হক, নারায়নগঞ্জ জেলা ছাত্রদল নেতা আমিরুল ইসলাম ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনলাইন আপডেট

আর্কাইভ