বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ইসলাম ধর্ম গ্রহন

আব্দুল্লাহ আল-মামুন, (খাগড়াছড়ি): খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় অর্জুন দাস সনাতন বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সোমবার খাগড়াছড়ি নোটারী পাবলিকেরর মাধ্যমে হলফনামা ( ধর্মান্তর সম্পর্কিত ঘোষনা) সম্পাদন করেন।
জানা যায়, সে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার বাসিন্দা। তার পিতা মৃত কৃষ্ণ কুমার দাস, মাতা মৃত বেরহানী দাস। সিন্দুকছড়ি বাজার এলাকায় তার বাড়ী। ইসলাম ধর্ম গ্রহনকালে অর্জুন দাসের বয়স ৭১ বছর। গুইমারা উপজেলার মৃত কৃষ্ণ কুমার দাসের ছেলে অর্জুন দাস স্বেচ্ছায় সনাতন ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহন করলেন।
এ বিষয়ে অর্জুন দাস বলেন, আমি সম্পূর্ন প্রাপ্ত বয়স্ক একজন মানুষ। আমার ভালো মন্দ বিচার করার মত জ্ঞান আছে। ডাক্তার নুরুন্নবী ভাই আমাকে সহযোগিতা করেছে। এজন্য আল্লাহ তার মঙ্গল করবে।
মুসলিম অধ্যুষিত এলাকায় আমি বড় হয়েছি। সনাতন ধর্ম আর ইসলাম ধর্মের ব্যাবধান বুঝতে পেরেছি। আমি আমার স্বইচ্ছাতেই জালিয়াপাড়া মসজিদের ঈমামের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেছি। আমার বাকী জীবন ইসলাম ধর্মে কাটাবো। আমার নাম অর্জুন দাস বাদ দিয়ে এখন মোহাম্মদ আলী রেখেছি।

অনলাইন আপডেট

আর্কাইভ