শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

দামুড়হুদায় ৫ টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটদের ড্রাম সেট দিলেন জেলা প্রশাসক

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাঁচটি প্রাথমিক বিদ্যলয়ের স্কাউটদের হাতে ড্রামসেট তুলে দিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়া উদ্দীন আহাম্মেদ। মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদের অর্থায়নে দামুড়হুদার দর্শনার জয়নগর, হাউলী, দেউলি, কেশবপুর ও হাতিভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট দের হাতে ড্রামসেট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি ছালামসহ স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাগন। এর আগে জেলা প্রশাসক মহোদয় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস ও দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় দামুড়হুদার ৭ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিদের বসার চেয়ার, পানির ফিল্টার, ও সময় নির্ধারনের জন্য দেওয়াল ঘড়ি ও উপজেলা ভূমি অফিসসহ ৭টি ইউনিয়ন ভূমি অফিসের জন্য কম্পিউটার সামগ্রী বিতরন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ