বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

জার্মানির বর্ষসেরা ফুটবলার ত্রুস

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো ক্রীড়া সাংবাদিকদের ভোটে জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন টনি ত্রুস। জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন কিকারের যৌথ আয়োজনে পুরস্কারটি দেওয়া হয়। মোট ৪৭৫ ভোটের মধ্যে ১৮৫ ভোট পান রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ত্রুস। মে মাসে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে রিয়ালের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে বড় অবদান ছিল ত্রুসের। এর আগে দলের উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়েও ভূমিকা রাখেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। স্বীকৃতি পাওয়ার পর কিকার ম্যাগাজিনকে ক্রুস বলেন, “বর্ষসেরা ফুটবলার হওয়াটা  সবসময়ই সম্মানের। এই পুরস্কার পাওয়াটা সহজ নয়। আর সবাই এটা পায়ও না। ফ্রেইবুর্গের স্ট্রাইকার নিলস পিটারজেন ৩৯ ভোট পেয়ে হন দ্বিতীয়। আর শালকের ডিফেন্ডার নালডো এক ভোট কম পেয়ে তৃতীয় হন। সেরা কোচের স্বীকৃতি পেয়েছেন গত মওসুমে বায়ার্ন মিউনিখকে লিগ চ্যাম্পিয়ন করানো ইযুপ হাইনকেস। 

অনলাইন আপডেট

আর্কাইভ