শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাজনীতির খবর

চট্টগ্রাম ব্যুরো: জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিবাদী নিপীড়ন ও রাষ্ট্রীয় হেফাজতে বিচারবহির্ভূত হত্যা-গুম-ক্রসফায়ার বন্ধসহ জনজীবনের সংকট নিরসনে ১০ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত শনিবার বিকাল ৫ টায় নগরীর নিউ মার্কেট মোড়ে মিছিল ও সমাবেশ করেছে। দোস্ত বিল্ডিং এর নিচ থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক মানস নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব, অপু দাশ গুপ্ত, সদস্য শফি উদ্দিন কবির আবিদ, রফিকুল হাসান, সত্যজিৎ বিশ্বাস প্রমূখ। নেত্রকোনা বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার নেত্রকোনায় জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের বাঁধা ও ব্যানার কেড়ে নেয়ার ঘটনা ঘটে। সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশী বাঁধা উপেক্ষা করে জেলা বিএনপি নেতৃবৃন্দ সেখানেই বিক্ষোভ সমাবেশ শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান ৭ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটি অনুমোদন দেন। কমিটিতে শেখ মোঃ হাফিজ উল্লাহকে সভাপতি এবং রুবেল চৌধুরী ফুজায়েলকে সাধারণ সম্পাদক করা হয়। মাদারীপুর তিন সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, ভোট ডাকাতি, ভোট চুরি, ব্যালট পেপার ছিনতাই, ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার প্রতিবাদের মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। নাটোর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নাটোর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। রোববার নাটোর শহরতলির দত্তপাড়া পান মোকাম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দত্তপাড়া বাজারে গিয়ে শেষ হয়। লোহাগাড়া (চট্টগ্রাম) কুষ্টিয়ায় আমার দেশ সম্পাদক মাহমদুর রহমানের ওপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতবাদে তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রবেশদ্বার কর্ণফুলী ব্রীজ থেকে শুরু হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। কিশোরগঞ্জ (নীলফামারী) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা যুবদলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছে নীলফামারী জেলা যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নীলফামারী জেলা সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী উপজেলা যুবদলের সকল সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষনা করেন। ফুলবাড়ী, (দিনাজপুর) ফুলবাড়ীতে আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ফুলবাড়ী উপজেলা সরকারি কলেজ শহীদ মিনার চত্ত্বর থেকে আ্ওয়ামীলীগে স্বেচ্ছাসেবকলীগের বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটিতে নেতৃত্ব দেন মোঃ জাকারিয়া জাকির, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ, দিনাজপুর শাখা। র‌্যালীটি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে সরকারি কলেজ চত্ত্বর শহীদ মিনারে এসে শেষ হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ