শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চাষি কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে  ৩১ জুলাই  সকাল ১১টায় নগরীর ষ্টেডিয়াম সংলগ্ন নার্সারীর সামনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।চট্টগ্রাম নগর সভাপতি মাষ্টার হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর কমিটির সহসভাপতি ডা: মুহাম্মদ ইলিয়াছ, সেক্রেটারী মুহাম্মদ শহীদুল ইসলাম, মাওলানা ওয়ালী উর রহমান, মাওলানা মুহাম্মদ ইউসুফ, জিয়াউর রহমান, মো: ইব্রাহীম, আয়ুব আলী ও জয়নাল আবেদীন প্রমুখ।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাষ্টার হুমায়ুন কবীর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বেশী বেশী বৃক্ষরোপন করতে হবে। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা নয় বৃক্ষ আমাদেরকে অক্সিজেন নিতে সাহায্য করে তার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনেক বেশী। তিনি দেশের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ রোপনের আহবান জানান। তিনি বলেন, ফলজ, বনজ ও ঔষুধী গাছ গুলো আমাদের জন্য অনেক উপকারী। অনুষ্ঠানে প্রায় তিন হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ