শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

লৌহজংয়ে পালিত হলো জাতীয় ট্রাফিক সপ্তাহ

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়েও পালিত হলো জাতীয় ট্রাফিক সপ্তাহ ২০১৮। লৌহজং থানা পুলিশের আয়োজনে গতকাল রোববার সকাল ১১টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চালের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শিমুলিয়াঘাটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় এ র‌্যালিটি। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) রাজিব খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওয়া ট্রাফিক পুলিশের টিআই সিদ্দিকুর রহমান, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আরমান হোসেন, বিক্রমপুর প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক এম. তরিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশের খবর লৌহজং প্রতিনিধি সাংবাদিক মো. মানিক মিয়া, এস আই জুলহাস উদ্দিন, হাফিজুর রহমান, হারুন অর রশিদ, হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পাল, এসএম বশিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, উক্ত র‌্যালিতে হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাসহ শিমুলিয়াঘাটের পরিবহণ শ্রমিকরা অংশ গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে পরিবহণ শ্রমিকদের ট্রাফিক আইন কানুন মেনে  রাস্তায় গাড়ি চালানোর জন্য আহ্বান জানানো হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ