বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ওষুধ চুরির দায়ে খুলনার শেখ আবু নাসের হাসপাতালের ডা. অলোক কারাগারে

 খুলনা অফিস : খুলনার শেখ আবু নাসের হাসপাতালের সরকারি ওষুধ চুরির মামলায় ফার্মেসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. অলোক কুমার মন্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, ২০১৭ সালের ২১ আগস্ট হাসপাতালের বিপুল পরিমাণ ওষুধ পাচারের সময় হাসপাতালের ফার্মাসিস্ট দেবপ্রসাদ রায় ও তার শ্যালক দীপংকর সানাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে পুলিশকে ঘুষ দিতে গেলে ঘুষের সাড়ে ৯ লাখ টাকা জব্দ করা হয়। এসব ঘটনায় খালিশপুর থানায় মামলা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ