শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ধর্মযাজককে মুক্তি না দেয়ায় দুই তুর্কি মন্ত্রীর ওপর মার্কিন অবরোধ

২ আগস্ট, বিবিসি : মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রুনসনকে গ্রেফতার করে রাখায় তুরস্কের বিচার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, ব্রুনসন হলেন ২০ মার্কিনির একজন যিনি দুইবছর আগে তুরস্কে সংঘটিত সামরিক অভ্যুত্থানে ষড়যন্ত্রের অভিযোগে কারাগারে গ্রেফতার রয়েছেন। হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, যে দুই তুর্কি মন্ত্রীর ওপর অবরোধ আরোপ হয়েছে, তারা দু’জনই ব্রুনসনের গ্রেফতারে নেতৃত্ব দিয়েছেন। অবরোধের ফলে ওই দুই মন্ত্রীর যুক্তরাষ্ট্রের আওতায় থাকা সম্পদ ও সম্পদ থেকে প্রাপ্ত সুদ জব্দ করা হবে। এছাড়া, কোনও মার্কিন নাগরিক তাদের সঙ্গে কোনরকম লেনদেন করতে পারবে না। তিনি বলেন, আমরা এখনও পর্যন্ত তার অপরাধের কোনও প্রমাণ পাইনি। তাই যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ব্রুনসন অস্বচ্ছ ও অযথার্থ গ্রেফতারের শিকার।

অনলাইন আপডেট

আর্কাইভ