শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

অসহায়-এতিম শিশুদের সেবা-যতেœর মাধ্যমে লালন-পালন করা পূর্ণময় কাজ : শহীদুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হাজীরপুল দারুল মা’আরিফ মাদ্রাসা ও শিশুসদন পরিদর্শনকালে চট্টগ্রাম জোনের সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর শহীদুল ইসলাম বলেছেন, অসহায়-এতিম শিশুদের সেবা-যত্নের মাধ্যমে লালন-পালন করা পূর্ণময় কাজ। অভিভাবক ও শিক্ষকদের ভালো তত্ত্বাবধানে এ শিশুরা গড়ে উঠতে পারে দেশের সুনাগরিক হিসেবে। এতিমদের লালন-পালন করতে পারলে শিক্ষক ও অভিভাবকদের সুনাম বৃদ্ধিপাবে। তিনি আরো বলেন, এতিম শিশুদের লেখা-পড়ার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। বর্তমান সরকার এতিম-অসহায় শিশুদের প্রতি সুদৃষ্টি রেখে তাদের উন্নয়নে কাজ করে চলেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ