শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

জুভেন্টাসে রোনালদোর প্রথম দিন

স্পোর্টস ডেস্ক: কবে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো- প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল তুরিনের ক্লাবটির সঙ্গে বিশ্বের কোটি রোনালদো ভক্তের মনে। অবশেষে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী প্রথমবার পা রাখলেন জুভেন্টাসে। সোমবার নতুন ঠিকানায় যোগ দিয়েই প্রাথমিক অনুশীলন শুরু করেছেন তিনি। সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎই বিশ্বকাপের পর থেকে গুঞ্জনটা দানা বাঁধতে থাকে। শুরুতে ‘মিডিয়ার সৃষ্টি’ মনে হলেও সত্যি সত্যি রিয়াল মাদ্রিদ ছেড়ে গেলেন রোনালদো। এর আগে অনেকবার ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ত জার্মেই, বায়ার্ন মিউনিখের নাম শোনা গেলেও জুভেন্টাসের কথা তেমন একটা আলোচনায় আসেনি। অথচ পর্তুগিজ যুবরাজ বেছে নিলেন ইতালিয়ান চ্যাম্পিয়নদেরই। ১০০ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক। রিয়ালের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করার পর নিজের লক্ষ্যের কথা আগেই শুনিয়েছেন রোনালদো। সেই মিশন পূরণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে সোমবার থেকে। চুক্তি স্বাক্ষর ও মেডিক্যাল আগেই শেষ হলেও জুভেন্টাসে পা রাখলেন তিনি প্রথমবার। এই দিনটির জন্য জুভেন্টাস তো বটেই, অপেক্ষায় ছিলেন ক্লাবটির ভক্তরা। বিশ্বকাপ শেষে অবকাশ যাপন ও চীনের ‘মিনি’ সফর শেষে ইতালিয়ান চ্যাম্পিয়নদের তাঁবুতে এলেন রোনালদো। ক্লাবে হাজিরা দিয়েই প্রাথমিক অনুশীলনে নেমে পড়েছেন ৩৩ বছর বয়সী উইঙ্গার। ট্রেডমিলে ফিটনেস পরীক্ষা দেওয়ার সময় সাক্ষাৎ হয়েছে নতুন সতীর্থদের সঙ্গেও। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ মিশন শেষ করে ক্লাবে যোগ দিয়েছেন দগলাস কোস্তা। ট্রেডমিলে তিনিও দিয়েছেন স্বাস্থ্য পরীক্ষা। রোনালদোর বড় ভক্ত এই ব্রাজিলিয়ান, সতীর্থ হিসেবে তাকে পেয়ে স্বভাবতই কোস্তা ভীষণ খুশি। যদিও প্রথম দিনে রোনালদোই যেন ভক্ত হয়ে গেলেন ব্রাজিলিয়ান উইঙ্গারের। তার ট্রেডমিলের ফিটনেস পরীক্ষা অপলক দৃষ্টিতে দেখেছেন সামনে বসে থাকা রোনালদো। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকলেও খুব বেশি নামার সুযোগ হয়নি পাউলো দিবালার। এই ফরোয়ার্ডও জুভেন্টাসে সতীর্থ হিসেবে পাচ্ছেন রোনালদোকে। দলের নতুন ‘নম্বার সেভেন’কে স্বাগত জানিয়েছেন এই তরুণ তারকা হাত মিলিয়ে। জুভেন্টাসের একজন অবশ্য রোনালদোর পুরনো সতীর্থ, রিয়াল মাদ্রিদে বেশ কয়েক বছর একসঙ্গে খেলেছেন তারা। গনসালো হিগুয়েইনের সঙ্গে দেখা হওয়াটা তাই রোনালদোর জন্য ‘পুনর্মিলন’। জুভেন্টাস অধ্যায় শুরু করে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ম্যানইউ থেকে যে মিশন নিয়ে রিয়ালে যোগ দিয়েছিলেন, সেটা সফল হয়েছে। এবার মিশন জুভেন্টাস!  

অনলাইন আপডেট

আর্কাইভ