ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

সিরিয়া থেকে ৩৬ নারী ও শিশুকে অপহরণ করেছে আইএস

অপহৃত নারী ও শিশুদের জন্য শোক প্রকাশ করছেন দ্রুজ নারীরা (সোমবারের ছবি)

সংগ্রাম অনলাইন ডেস্ক:

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশ থেকে জাতিগত দ্রুজ সম্প্রদায়ের ৩৬ জন নারী ও শিশুকে ধরে নিয়ে গেছে। গত সপ্তাহে এসব নারী ও শিশুকে অপহরণ করা হয় বলে সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

সংস্থাটির প্রধান রামি আব্দের রহমান সোমবার বলেছেন, গত ২৫ জুলাই ২০ নারী ও ১৬ শিশুকে ধরে নিয়ে গেছে দায়েশ সন্ত্রাসীরা।  এদের মধ্যে চার নারী জঙ্গিদের কবল থেকে পালিয়ে নিজ এলাকায় ফিরে এসেছে বলে তিনি জানান।

লন্ডনভিত্তিক অবজারভেটরির প্রধান আরো জানান, অপহৃত দুই জন নিহত হয়েছেন এবং এখনো ৩০ জন দায়েশের হাতে আটক রয়েছে।

গত বছরের শেষ দিক থেকে সিরিয়া ও ইরাকে দায়েশের পাশবিকতা বন্ধ ছিল

গত বছরের শেষ দিকে সিরিয়ায় নিজেদের নিয়ন্ত্রিত সব শহর থেকে পালিয়ে যায় দায়েশ সন্ত্রাসীরা। এরপর গত ছয় মাসেরও বেশি সময় ধরে দায়েশের নৃশংসতা বন্ধ ছিল। কিন্তু গত বুধবার তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ সম্প্রদায়ের কয়েকটি গ্রামে হানা দিয়ে অন্তত ২৫০ ব্যক্তিকে হত্যা করে।

নৃশংস ওই হামলার সময় এই ৩৬ নারী ও শিশুকে জঙ্গিরা ধরে নিয়ে যায় বলে আব্দের রহমান জানিয়েছেন। তিনি বলেছেন, এখনো সেখানকার ১৭ পুরুষ নিখোঁজ রয়েছেন। দায়েশ জঙ্গিরা তাদেরকে হত্যা করেছে নাকি ধরে নিয়ে গেছে তা এখনো স্পষ্ট নয়।-পার্স টুডে

অনলাইন আপডেট

আর্কাইভ