বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

টি-টোয়েন্টি স্কোয়াডেও ফিরলেন মোস্তাফিজ

স্পোর্টস রিপোর্টারি : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।  এবার পালা টি-টোয়েন্টির। ১ আগস্ট থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজের জন্য দল  ঘোষণা করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের এই দলে ডাক পেয়েছেন কাটার মাস্টার  মোস্তাফিজুর রহমান। গেল আইপিএলের পর ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়েন মোস্তাফিজ। তার বদলে  সেসময় আফগানিস্তানের বিপক্ষে দলে নেওয়া হয়েছিল আবুল হাসান রাজুকে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ফেরেন কাটার মাস্টার। ফিরেই দারুণ পারফর্ম করেন তিনি। ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। রান  দেওয়াতেও ছিলেন বেশ কৃপণ। তাই টি-টোয়েন্টি স্কোয়াডেও ডাক পেয়েছেন তিনি। এদিকে ওয়ানডে সিরিজের পর দেশে ফিরে আসছেন এনামুল হক বিজয়, নাজমুল হাসান শান্ত ও মাশরাফী।

টি-টোয়েন্টি স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম সোহান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক।

অনলাইন আপডেট

আর্কাইভ