শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সরকারের ওপর বিরক্ত ভোটাররা

 

২৮ জুলাই, ইয়ন নিউজ, রয়টার্স : ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকারের ভূমিকা নিয়ে বেশ বিরক্ত দেশটির সাধারণ জনগণ। সম্প্রতি দৈনিক সংবাদপত্র ইভিনিং স্ট্যান্ডার্ডের এক জরিপে দেখা গিয়েছে, দেশটির মাত্র ৩০ শতাংশ জনগণ সরকারের কার্যকলাপে সন্তুষ্ট।

বার্তা সংস্থা রয়টার্স ইভিনিং স্ট্যান্ডার্ডের বরাত দিয়ে জানায়, গত জুনে যেখানে সরকার সমর্থিতদের সংখ্যা ৩৫ শতাংশ ছিল সেখানে একমাসের মাথাতেই এটি কমে দাঁড়িয়েছে ৩০ শতাংশ। ১০২৩ জন প্রাপ্তবয়স্কদের ওপর করা এ জরিপটিতে উঠে এসেছে সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত ২২ শতাংশ পর্যন্ত সরকারের সমর্থন কমে এসেছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান আলোচক বৃহস্পতিবার থেরেসা মে’র ব্রেক্সিট ইস্যুর সমালোচনা করেন। বিশেষ করে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আইরিশ সীমান্তে কর সংক্রান্ত জটিলতা কমাতে লন্ডনের প্রস্তাবনার সমালোচনা করেন। যদিও ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো এ বিষয়ে বোঝাতে সমর্থ হবেন বলে থেরেসা মে’র ধারণা। এছাড়াও সম্প্রতি তার মন্ত্রিপরিষদ থেকে দুই মন্ত্রীর পদত্যাগ যথেষ্ট প্রভাব ফেলেছে তার সরকারের ওপর।

 

অনলাইন আপডেট

আর্কাইভ