শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ইমরান নিহত

খুলনা অফিস : খুলনায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইমরান হোসেন ওরফে রকি (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত ভোররাতে মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলী ও ৩০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত ইমরান দৌলতপুর থানার দেয়ানা এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শেখ মিজানুর রহমান ওরফে হাতকাটা মিজানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৬/৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৬ খুলনার সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকায় টহলে বের হয় র‌্যাব-৬ এর একটি দল। এ সময় একটি মোটরসাইকেলে তিনজনকে দ্রুত ছুটতে দেখে তাদেরকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়া হয়। কিন্তু তারা না দাঁড়িয়ে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেয়। বিষয়টি র‌্যাবর কাছে সন্দেহজনক মনে হলে র‌্যাব তাদের পিছু নেয়। এ সময় তারা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে মো. ইমরান ওরফে রকি গুলিবিদ্ধ হন। বাকি দুইজন পালিয়ে যায়। ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ