শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ছাত্রলীগের মিথ্যাচারের প্রতিবাদ করেছেন কুষ্টিয়া জামায়াত নেতৃবৃন্দ

কুষ্টিয়া সংবাদদাতা : জামায়াতকে জড়িয়ে ছাত্রলীগের সাংবাদিক সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের নেতৃবৃন্দ এক বিবৃতি ও লিখিত প্রতিবাদ জানিয়েছে। বুধবার জেলা জামায়াতের নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।
লিখিত বিবৃতিতে জামায়াতের নেতৃবৃন্দ জানান, গত ২২ জুলাই কুষ্টিয়া কোর্ট চত্বরে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনা নিয়ে গত মঙ্গলবার (২৪ জুলাই) কুষ্টিয়া জেলা ছাত্রলীগ এক সাংবাদিক সম্মেলনে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেন। তারা সংবাদ সম্মেলনে বি,এন,পি-জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন। যা স্থানীয়, জাতীয় পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিষয়টি গোচরীভূত হওয়ায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন ও নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তাঁরা বলেন, এ ঘটনার সাথে জামায়াতের দূরতম সম্পর্ক নেই। এটি সর্বৈব মিথ্যা। তাঁরা বলেন, মাহমুদুর রহমানের উপর হামলা চলাকালীন যে ভিডিও ফুটেজ পত্রিকায় প্রকাশিত হয়েছে তা দেখলেই হামলাকারীদের চিহ্নিত করা যায়। বিবৃতিতে তাঁরা আশা করেন এর পর জামায়াত সম্পর্কে কোনরূপ বিভ্রান্তি থাকবে না।

অনলাইন আপডেট

আর্কাইভ