শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

আইফোন এক্স-এ ত্রুটি!

আইফোনের দশকপূর্তি সংস্করণ আইফোন এক্স ব্যবহারে কয়েকজন গ্রাহক ডিভাইসটির ইয়ারপিস স্পিকারে সমস্যা থাকার অভিযোগ করছেন। ইয়ারপিস থেকে বিরক্তিকর শব্দ বের হয়। চলতি মাসের প্রথম সপ্তাহে বাজারে এসেছে আইফোন এক্স। তবে গ্রাহকের হাতে পৌঁছার প্রর থেকেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন অভিযোগ উঠছে। কেনার প্রর ডিভাইসটি সচল করতে অনেকে সমস্যায় পড়েছিলেন। ডিভাইসটি চালু করতে গেলে ‘অ্যাক্টিভেশন সার্ভার সাময়িকভাবে অচল থাকায় আপনার ফোনটি সচল করা যাচ্ছে না’Ñ এমন বার্তা পেয়েছেন অনেকেই। এ ছাড়া ডিভাইসটির স্ক্রিন ঠা-া আবহাওয়ায় কাজ করছে না বলে গ্রাহকেরা অভিযোগ করছেন।
ইয়ারপিস স্পিকারে সমস্যা রয়েছে এমন ডিভাইস প্ররিবর্তন করে নতুন ডিভাইস নেয়া হলেও সে সবেও এমন সমস্যা দেখা গেছে। টুইটারে ডিভাইসটির এ সমস্যা নিয়ে অনেকেই লিখছেন। এক গ্রাহক লিখেছেন, ইয়ারপিস স্পিকারে সমস্যার কারণে আমি ডিভাইসটি পরিবর্তন করেছি। তবে নতুন ডিভাইসে একই সমস্যা দেখা যাচ্ছে। উচ্চতর ভলিউমে স্পিকার ব্যবহার করলে এ সমস্যা হচ্ছে, অধিকাংশ গ্রাহক এমনটাই জানিয়েছেন। এ ব্যাপারে অ্যাপলের বক্তব্য জানা যায়নি।
গত ২৭ অক্টোবর থেকে প্রাক-ক্রয়াদেশ নিতে শুরু করে মার্কিন প্রতিষ্ঠানটি। এদিন প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরুর কয়েক মিনিটেই ডিভাইসটির বরাদ্দ শেষ হয়ে গিয়েছিল।
আইফোন টেনের বিপুল চাহিদা থাকবে। তবে ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন অভিযোগ ওঠার কারণে সে প্রত্যাশা পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় থাকছে।

অনলাইন আপডেট

আর্কাইভ