শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা একেবারেই নেই -রফিকুল ইসলাম খান

আর মাত্র কয়েকদিন পর রাজশাহীসহ তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনের প্রাক্কালে বিশেষভাবে রাজশাহীতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা একযোগে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আর মাত্র কয়েদদিন পরে রাজশাহীসহ তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমতাবস্থায় সরকারী দল, প্রশাসন এবং নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ফাঁকা বুলি আওড়াচ্ছেন। কিন্তু তারা শান্তিপূর্ণ নির্বাচনের কথা বললেও বাস্তবে এ ধরনের কোনো পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে না। বরং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজশাহীতে বিরোধী দল বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে। সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে সে ব্যাপারেও তাদেরকে হুমিক প্রদান করা হচ্ছে। পরিস্থিতি দৃষ্টে মনে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা একেবারেই নেই। দিন যতই যাচ্ছে, ভোটাররা ততই হতাশ হচ্ছে। তিনি সরকারী দল, প্রশাসন এবং নির্বাচন কমিশনের এ ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল মঙ্গলবার দেয়া বিবৃতিতে, তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে তাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে পারেন এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে তার সুব্যবস্থা করার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ