শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

পাবনার আতাইকুলায় জোড়া খুনের প্রকৃত আসামীরা অধরা

পাবনা সংবাদদাতা : পাবনা আতাইকুলার তেবাড়িয়া বাজারে ১ মাস গত হলেও জোড়া খুনের প্রকৃত আসামী অধরা থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, গত ২৪ জুন বিকাল সাড়ে পাঁচটার দিকে থানার ভূলবাড়ীয়া ইউনিয়নের তেবাড়ীয়া বাজারে দুর্বৃত্তরা শত শত মানুষের সামনে আব্দুল গফুর ও ইদ্রিস আলী নামে ২ জনকে গুলী ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে গফুরের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা রুজু করেন। চাঞ্চল্যকর এ হত্যাকন্ডের ১ মাস গত হলেও প্রকৃত খুনিরা আড়ালে। এ ব্যাপারে তেবাড়ীয়া বাজারে হোটেল মালিক রতন, চা দোকান্দার হাসেম, পোল্ট্রি ব্যবসায়ী মাজেদ জানান, হত্যাকারীরা আমাদের এলাকার না তারা অপরিচিত বহিরাগত। প্রকাশ্যে দিবালোকে হত্যা কান্ড ঘটিয়ে বীরদর্পে চলে যায়। ভূলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ভূলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু ইউনুস বলেন, আব্দুল গফুর ছিলেন আওয়ামীলীগের স্থানীয় কর্মী তার হত্যা কান্ডে জরিত প্রকৃত খুনিদের আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। দেবীপুর তেবাড়ীয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বাজারে জোড়া খুনের ঘটনাটি সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। এই হত্যা কন্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তেবাড়ীয়া বাজার কমিটি সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক ডাঃ বাকি বিল্লাহ বলেন, বাজারে হত্যা কান্ড হওয়ায় ব্যবসা মন্দা ভাব। বাজারে লোক জনের সমাগম কম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জৈনিক এলাকার কয়েক জন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদক কে জানান, বাদীর করা এ মামলার এজাহার ভুক্ত আসামীরা ঘটনার সময় তাদের দেখা যায়নি খুনিরা সবাই অপরিচিত ছিলো। বাদীর এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় মাদরাসার ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের কারণে খুন হয় আব্দুল গফুর আলী ও ইদ্রিস আলী। মাদরাসা সূত্রে জানা যায়, মাদরাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে ৩নং ইউপি সদস্য আব্দুল বারিকসহ তার প্যানেল বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। নাম প্রকাশ না করার শর্তে বাজারে  আসা কয়েক জন বলেন, খুনিদের কে  সবাই দেখেছে। তারা আমাদের এলাকার না। আতাইকুলা থানা পুলিশ এই মামলায় ৩ জনকে আটোক করে জেল হাজতে প্রেরণ করেছে। তেবাড়ীয়া এলাকাবাসীর দাবী নিরীহ লোকদের হয়রানি না করে হত্যা কান্ডে জড়িত প্রকৃত আসামীদের  গ্রেফতারের দাবী জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ