শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পুত্রের বিরুদ্ধে পিতা-মাতার ভরণ পোষণ আইনে মামলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান-এর আদালত পিতা-মাতার ভরণ পোষণ আইন, ২০১৩-এর ৩/৫ ধারায় পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে আদালত শুনানী শেষে আসামীকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন । মামলার আসামী এবি ব্যাংক খুলশী শাখার (রিকভারী শাখার) ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ্জাহান (৫২) এর পিতা মোহাম্মদ আবু তাহের (৭৫) বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন । অভিযোগে প্রকাশ চট্টগ্রাম মহানগরীর পশ্চিম বাকলিয়া ডি.সি রোড আইয়ূব আলী সওদাগরের বাড়ি, থানা-চকবাজার, জেলা- চট্টগ্রাম ঠিকানার বাসিন্দা মোহাম্মদ আবু তাহের-এর ঔরসজাত এক পুত্র মোঃ শাহজাহান ও এক কন্যা সন্তান রয়েছে । উভয়ে বিবাহিত । পুত্র দীর্ঘদিন তার মাতা-পিতাকে ভরণপোষণ না দিয়ে বিলাস বহুল জীবন যাপন করে আসছেন। বৃদ্ধ পিতা কনের সহায়তায় বহুকষ্টে ধার কর্জে স্বস্ত্রীক ভরণ পোষণ নির্বাহ করে আসছে । বাদী এবং তৎ স্ত্রী লাইলা বেগম (৬৮) পুত্রের নিকট হতে আপোষে ভরণপোষণ আদায়ে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বি.এইচ.আর.এফ আইনি সহায়তায় মামলা দায়ের করেন । বাদী পক্ষের মামলা পরিচালনা করেন মানবাধিকার আইনজীবীগণ যথাক্রমে এডভোকেট জিয়া হাবীব আহসান, এডভোকেট এ.এইচ.এম জসীম উদ্দিন, এডভোকেট জান্নাতুল নাঈম রুমানা, এডভোকেট দেওয়ান ফিরোজ আহাম্মদ, এডভোকেট প্রদীপ আইচ, এডভোকেট মোঃ হাসান আলী প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ