শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

শিমুলিয়া : পদ্মায় ফেরি ও সিবোটের সংঘর্ষে নিহত ১ ॥ নিখোঁজ ১

 

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : সম্প্রতি লৌহজংয়ে শিমুলিয়া ঘাটের অদূরে পদ্মায় সিবোট দুর্ঘটনায় সুফিয়া বেগম (৬০) নামে এক মহিলা নিহত হয়েছে। এ ঘটনায়  নিখোজ রয়েছে জালাল সর্দার (৬৫) নামে এক ব্যক্তি। দুর্ঘটনায় আহত হয়েছে কম পক্ষে ১০ জন। গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত সুফিয়া বেগম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড় ইউনিয়নের একজন মহিলা মেম্বার। তারা স্বামীর নাম সেলিম শেখ। নিহত সুফিয়া বেগমের দেবরের ছেলে সাইফুল ইসলাম জানায় আমার চাচী একই এলাকার প্রায় ১০ জন লোকের সাথে ফরিদপুরের একটি ফকিরের বাড়ি যাচ্ছিলো । নিখোঁজ জালাল সর্দার শ্রীনগরের কেয়টখালীর মৃত বাবর আলীর পুত্র। তারা ঢাকার যাত্রাবাড়িতে বসবাস করতো । নিখোজ জালাল সর্দারের পুত্র মো:আসলাম বাপ্পি জানান আমার বাবা ও বোন পলি আক্তার (৩৬) সহ আমাদের এলাকার ১০ জন লোক ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে জমির ফকিরের বাড়ীতে যাচ্ছিলো । এমন সময়ে শিমুলিয়া ঘাট থেকে সি-বোটটি কিছু দূর যাওয়ার পরেই সি-বোটের সাথে ফেরীর সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে, এ সময়ে ঘাট থেকে কয়েকটি সি-বোট ট্রলার ও সেনাবাহিনির সি-বোট গিয়ে আহতদের উদ্বার করে নিয়ে আসে, এ সময়ে আমার বোনসহ অন্যানরা উদ্বার হলেও আমার বাবাকে এখনো পাওয়া যায়নি।সি-বোটে থাকা অপর আহত যাত্রী বরিশালের মুলাদি উপজেলার দক্ষিণ কাজির চরের মো: দলিল উদ্দিনের পুত্র আল মামুন (৪০) জানান ঘাট থেকে ২৬ জন যাত্রী নিয়ে কাঠাল বাড়ীর উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিলো সি-বোটটি । এ সময়ে প্রচন্ড ঢেউয়ের আগাতে সি-বোটটি ড্রাম ফেরী বেলজিয়ামের তলে ঢুকে গেলে আমি বোটের ভাঙ্গা অংশ ধরে রাখি এবং আল্লাহর রহমতে  আমি বেচে আসি ।

মাওয়া নৌ পুলিশ ফাড়ির পরিদর্শক মো. আরমান হোসন জানান, ১৫ জুলাই রবিবার  সকাল সোয়া ৯ টার দিকে ২৬ জন যাত্রী নিয়ে একটি সিবোট শিমুলিয়া ঘাট থেকে কাঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় ২ নং ফেরি ঘাট থেকে ফেরি বেলজিয়ার ছেড়ে যাচ্ছিল। সিবোটটি ২নং ঘাটে পৌঁছা মাত্রই বেলজিয়া ফেরি সাথে ধাক্কা খেয়ে তলা ফুটু হয়ে ফেরি নীচে চলে যায়। এ সময় সুফিয়া বেগম নামে এক মহিলা নিতহ হয়। নিখোজ রয়েছে জালাল সর্দার নামে এক ব্যক্তি। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সদস্যরা ডুবুরির মাধ্যমে নিখোজ ব্যক্তিকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে । গুরুতর আহত ৬ জনকে চিকিৎসার জন্য লৌহজংয়ের স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকী সকলকে উদ্ধার করা হয়েছে সামান্য আহত প্রাপ্তরা যার যার গন্তব্যে ফিরে গেছে। অহতরা হল: সুমি (২০) টুলি (১৮) এমদাদুল মোল্লা, ফরিয়া , আবাদুল হক, রুপা ।

অনলাইন আপডেট

আর্কাইভ