শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নিয়ম রক্ষার নির্বাচনের পর সংবিধান রক্ষার নির্বাচনের কথা বলে প্রতারণা করা হয়েছে --ড. খন্দকার মোশাররফ হোসেন

গতকাল বৃহস্পতিবার দাউদকান্দি নিজ বাসভবনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার প্রধান বলেছিল এটি নিয়ম রক্ষার নির্বাচন। তিন মাসের মধ্যে সংবিধান রক্ষার নির্বাচনের ওয়াদা করে সেটি রক্ষা না করায় তারা জনগণের সাথে প্রতারণা করেছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর ওই ভাবে হতে দেয়া হবে না। তিনি গতকাল বৃহম্পতিবার দাউদকান্দি সদরস্থ নিজ বাসভবনে দলের নেতৃবৃন্দের হজ্ব সফলতা কামনায় দোয়া মাহফিল ও নতুন দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথা বলেন। দলের উপজেলা সভাপতি এ,কে,এম সামছুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. মোশাররফ আরো বলেন, বেগম খালেদা জিয়াকে যখন কোন মামলায় নির্দোষ হিসেবে বিজ্ঞ আদালত খালাস দিচ্ছে তারপর আবারো বিভিন্ন মিথ্যা ও স্বরযন্ত্রমূলক মামলায় আটক রাখা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি স্বরূপ। লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন, নির্বাচন কমিশনকে সংস্কার এবং বেগম জিয়াকে মুক্ত না করে বিএনপি কোন প্রহসনমূলক নির্বাচত হতে দেবে না। ড. মোশাররফ বলেন, পৃথিবীর ইতিহাসে কোন সৈরাচার সরকার টিকে থাকতে পারে নি এ সরকারও পারবে না। যে কোন কঠিন আন্দোলন সংগ্রামের জন্য নেতা কর্মীদের প্রস্তুুত থাকতে তিনি উদাত্ত আহ্বান জানান। সভায় নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ-২, পৌর-সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন খন্দকার (সুমন)-২ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান ফকির সহ-আগত নেতাকর্র্মীরা ফুল দিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলের নির্বাহী কমিটির সদস্য ড. মোশাররফ এর কনিষ্ট পুত্র ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি আকতারুজ্জামান সরকার, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা সেক্রেটারি হাজী আবুল হাসেম, পৌর-সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, সেক্রেটারি নুরুল আমিন নাঈম সরকার, মেঘনা, তিতাস ও হোমনা উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় অংগ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হোসেন ফারুকী।

অনলাইন আপডেট

আর্কাইভ