বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জয়

স্পোর্টস রিপোর্টার : সফরকারী শ্রীলংকা এ দলের বিপক্ষে টেস্ট সিরিজটা খুব ভালো যায়নি বাংলাদেশ ‘এ’ দলের। তবে ওয়ানডে সিরিজের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ এ দল। তিন ওয়ানডে সিরিজের প্রথম  ম্যাচে  শ্রীলংকা এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।  বিপক্ষে তীব্র প্রতিন্দ্বন্দিতাপূর্ণ  ম্যাচে বাংলাদেশ এ’ দল জয় পেযেছে ২ রানে। এই জয়ে  সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। গতকাল সিলেটে প্রথম আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮০ রান করেছিল স্বাগতিক 'এ' দল। জবাবে, ঠিক ৫০ ওভারে ২৭৮ রানে অল আউট হয় শ্রীলংকা 'এ' দল। ম্যাচে উত্তেজনার ২ রানের জয়ে সিরিজে ১-০ তে লিড নিল স্বাগতিকরা। বাংলাদেশের দলটি শেষ বলে লঙ্কান শেষ উইকেট তুলে নিয়ে জিতেছে। এই জয়ে বল হাতে দুই পেসার খালেদ মাহমুদ ও শরিফুল ইসলাম সামনে  থেকে নেতৃত্ব দিয়েছেন। ডানহাতি খালেদ ৪ ও বাঁহাতি শরিফুল ৩ উইকেট শিকার করেছেন। আরেক মিডিয়াম  পেসার আরিফুল হক নিয়েছেন ২ উইকেট। আসলে আরিফুলের ব্যাটে-বলের ভূমিকা এই জয়ে ছিল বড় অবদান। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে আছে দুটি ফিফটি এবং হাফ সেঞ্চুরির কাছাকাছি যাওয়া দুটি ইনিংস। ওপেনার মিজানুর রহমান ৬৭ রান করেছেন। অন্য ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ২৪ রান। মিডল অর্ডারে ফজলে মাহমুদ ৫৯ রান দিয়েছেন। ঠিক ৪৪ বলে ৪৪ রান এসেছে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। আরিফুল হক ২২ বলে ৪৭ রান করেছে। শীর্ষ এই ব্যাটসম্যানরা আসলে ভালো একটা দলগত রান এনে দিয়েছিলেন। এরপর শরিফুল ও আরিফুল মিলে লঙ্কান টপ অর্ডার ভেঙেছেন। পরে হাত লাগিয়েছেন খালেদ। সর্বোচ্চ ইনিংসের মালিক দানুস শানাকাকে (৭৮) শিকার করেছেন খালেদই। ৪১তম ওভারে ২০০ করা লঙ্কানরা জয়ের স্বপ্ন দেখছিল অধিনায়ক থিসারা পেরেরার (২২) ব্যাটে। কিন্তু খালেদ তাকে ফিরিয়ে জয়ের পথে নিয়ে যান দলকে। তবু উত্তেজনা ছিল শেষ ওভার পর্যন্ত।  শেষ বলে শিহান মাদুশানকাকে (২১) তুলে নিয়ে দলকে দারুণ জয় এনে দেওয়ার নায়ক খালেদই। লিস্ট এ ম্যাচে অভিষেকেই দুর্দান্ত এই পেসার। ইনিংসের শেষ বলে শেষ উইকেট হারানোয় ৫০ ওভারে ২৭৮ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। শানাকা ৭৮ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন। বাংলাদেশের খালেদ আহমেদ ৪টি, শরিফুল ইসলাম ৩টি ও আরিফুল হক ২টি উইকেট নেন। তবে ম্যান অব দ্য ম্যাচ অল রাউন্ড পারফরম্যান্সে আরিফুল।

অনলাইন আপডেট

আর্কাইভ