শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ওয়ানডে সিরিজে ভালো করতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই টাইগাররা হেরেছে বিশাল ব্যবধানে। আবার প্রথমটিতে ছিল ইনিংস ব্যবধানে হার। সেই ব্যর্থতা ভুলে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। ওয়ানডে নেতৃত্বে মাশরাফি আছেন বলেই নতুন শুরুর প্রত্যাশা ক্রিকেটে ভক্তদের মনে। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন এনামুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। সবশেষ যোগ দিয়েছেন অধিনায়ক মাশরাফি মর্তুজাও। মাশরাফি সোমবার মধ্যরাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমানে চড়েন। টেস্ট সিরিজ শেষে একদিন বিশ্রাম নিয়ে নব উদ্যোমে অনুশীলন শুরু করেছে সাকিবরা। বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ১০টায় স্যাবাইনা পার্কে অনুশীলনে নামে বাংলাদেশ। নতুন কোচ স্টিভ রোডস ও ফিল্ডিং কোচ রায়ান কুক ক্রিকেটারদের নিয়ে ঘাম ঝরিয়েছেন। নতুন ফিল্ডিং কোচ তার শিষ্যদের নিয়ে আলাদা একটা সেশনই করেছেন। মুশফিক-তামিম নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। সবমিলিয়ে টেস্টে সিরিজের ভয়ানক অভিজ্ঞতা ভুলে যেতে বাংলাদেশ দল বদ্ধপরিকর। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ দলের হাতে আরও ৫ দিন সময় আছে।  এর মধ্যে আগামীকাল বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ভাইস চ্যান্সেলর’স একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। এরপর স্বাগতিকদের বিপক্ষে ২২, ২৫ ও ২৮ জুলাই তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে এনামুল বলেছে, ‘টেস্ট সিরিজ শেষ, এখন ওয়ানডেতে নতুন করে শুরু করতে হবে আমাদের। প্রস্তুতি ঠিকমতো হলে জয়ের সুযোগ তৈরি হবে। এখন সাদা বলের খেলা, আর বাংলাদেশ দল এই ফরম্যাটে সব সময় ভালো করে। সবাই নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছে। আশা করি, ওয়ানডে সিরিজে ভালো কিছু হবে।’ আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াই তাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এনামুল বলেন,‘ওয়ানডে স্কোয়াডের প্রথম অনুশীলন হয়েছে। প্রতমে ফিল্ডিং সেশন ছিল, এরপর নেট সেশন। এখানে ভীষণ গরম। আমরা অবশ্য গরমের সঙ্গে মানিয়ে নিয়েই অনুশীলন করেছি।’

অনলাইন আপডেট

আর্কাইভ