বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

আর্জেন্টিনার কোচ সাম্পাওলি বরখাস্ত

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের মাঝপথেই শোনা গিয়েছিল দল শেষ পর্যন্ত সফল হোক বা নাই হোক, দায়িত্ব ছেড়ে দেবেন কোচ হোর্হে সাম্পাওলি। তার বরখাস্তেরও দাবি তুলেছিলেন অনেকে। সাম্পাওলি কোচ থাকছেন আবার থাকছেন না এমন গুঞ্জনের মধ্য অবশেষে তার বরখাস্তের খবর এল। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, ছাঁটাই করা হয়েছে হোর্হে সাম্পাওলিকে। তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ৫ বছরের চুক্তিতে ২০১৭ সালে সাম্পাওলিকে দায়িত্ব দেয় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। সেই অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ। কিন্তু রাশিয়া বিশ্বকাপে দল খারাপ করার পর থেকেই সমালোচনার মুখে ছিলেন তিনি। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা।আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘মুন্ডো আলবিসেলেস্তে’ জানাচ্ছে, খুব তাড়াতাড়িই সাম্পাওলির বরখাস্তের অফিসিয়াল ঘোষণা দেয়া হবে। গত সোমবারই ফেডারেশন ও সাম্পাওলির মধ্য সমঝোতা হয় এবং দায়িত্ব ছাড়ার ব্যাপারে চুক্তি সই হয়।খবর ছিল, সাম্পাওলি নিজে থেকে সরে গেলে সুবিধা হবে এএফএ’র। কারণ ২০১৯ কোপা আমেরিকার আগে বরখাস্ত করলে ৯ মিলিয়ন ইউরো দিতে হবে তাকে। আর কোপা পর্যন্ত তাকে রাখলে অঙ্কটা নেমে আসবে ১.৫ মিলিয়ন ইউরোতে। সাম্পাওলি নিজে থেকে সরে গেলে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না ফেডারেশনকে। তবে এই দুইয়ের মাঝখানে সাম্পাওলিকে সরিয়ে দেয়ায় তাকে ১৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হচ্ছে এএফএকে। সাম্পাওলির পরিবর্তে আর্জেন্টিনা দলের দায়িত্ব কে নেবেন, সে ব্যাপারে এখনো কোনো কিছু নিশ্চিত করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

অনলাইন আপডেট

আর্কাইভ