শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চিরিরবন্দরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কার বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের চিরিরবন্দরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। 

১৫ জুলাই রোববার সকাল ১০ টায় চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে উত্তর সুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-১ গোলে দুর্গাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপে মধ্য আলোকডিহি সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে লক্ষীপুর শান্তির বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। 

এ সময় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আয়ুবুর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম উদ্দীন সরকার গোলাপ, অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, শিক্ষা অফিসার এম,জি,এম সারোয়ার হোসেন, মন্ত্রীপত্নি মিসেস শাহীন আলী, পুত্র ডঃ তাহসিন হাসান আলী সিফাত, চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ