শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ছড়া

রঙতুলি

মুহাম্মদ মিজানুর রহমান

 

রঙতুলিটা দাওনা আপু

আঁকব জবা ফুল,

গাছের ডালে পাখি আঁকতে

করব না যে ভুল।

 

রঙতুলিতে আঁকব আমি

জন্মভূমির দেশ,

লাল সবুজের পতাকাটাও

আঁকতে পারি বেশ।

 

আঁকব আমি মায়ের ছবি

হাস্য উজ্জল মুখ,

শিশু প্রাণে হাসি ফুটলে

মনে আসে সুখ। 

 

 

বাংলাদেশ

বুশরা রহমান

 

এক যে আছে সোনার দেশ

নামটি তাহার বাংলাদেশ।

ফুলে ফলে ভরা বেশ

আমার সোনার  বাংলাদেশ।

নাই যে কোনো হিংসা-দ্বেষ

আমার সোনার  বাংলাদেশ। 

 

 

তুষির পুষি

আবু আফজাল মোহাঃ সালেহ

 

এই ঘরেতে একটি বেড়াল

যতœ করে তুষি,

বেজায় কালো হোমড়া চোমড়া

নাম রেখেছে পুষি।

 

চোখ দুটো যে গোল্লা গোল্লা

রাতে ছড়ায় আলো,

ইঁদুর  দেখে করে তাড়া

স্বভাব কিন্তু ভালো!

 

গুটি গুটি পায়ে পায়ে

আস্তে আস্তে চলে,

তাই না দেখে তুষিমণি

কান ধরে মলে!

 

আম

কে. এইচ. মাহাবুব

 

আম

খুব কি বেশি দাম! 

গাছে উঠে পাড়তে গেলে

ঝড়ে দেহের ঘাম

 

আম

খুব সুন্দর তার নাম

অর্থের  দামে কম হলেও

মানের আছে দাম। 

 

আম

ন্যাংড়া  ফজলি

কতো  রকম

আছে  তার-ই  নাম।

 

প্রিয় বাবা

মোঃ জাহাঙ্গীর আলম

 

বাবা তুমি ধরার মাঝে

প্রভুর অপার দান,

র'বের দেওয়া প্রিয় বাবা

রাখব তোমার মান।

বাবা তুমি আমার কাছে

অতি আপনজন,

এক নজর না দেখলে বাবা

কাঁদে আমার মন।

বাবা তুমি চলার পথে

সত্য ন্যায়ের আলো,

তোমার দোয়া পেলে যেন

হারায় সকল কালো।

 

বৃষ্টি পড়ে 

মোঃ আরিফ হোসেন

 

বৃষ্টি পড়ে টাপুরটুপুর 

ছন্দ তালে ওই

ঘরে বসে উঠোন পানে 

চেয়ে শুধু রই ।

 

সুয্যিমামা মেঘের দেশে

পড়লো ঢাকা আজ,

নিশিরাতে চাঁদ তারাদের 

নেইতো কোনো সাজ । 

 

জেলে ভাইয়ে নদীর বুকে

ধরলো বড় মাছ,

রুই কাতল আর বোয়াল পেয়ে

দিলো খুশির নাচ ।

অনলাইন আপডেট

আর্কাইভ