শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাজশাহী সিটি নির্বাচনে মেয়র ৫ ও কাউন্সিলর পদে প্রার্থী ২১৭

রাজশাহী অফিস : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে গত সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে প্রার্থী থাকলেন ২১৭ জন। 
মেয়র পদে প্রার্থীরা হলেন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলনের শফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের এডভোকেট মুরাদ মোর্শেদ ও স্বতন্ত্র হাবিবুর রহমান। আর ৩০টি ওয়ার্ডে ২১৭ জন প্রার্থীর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে আছেন ১৬০ জন প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থী ৫২ জন। এর আগে মেয়র পদে জাপার প্রার্থী ওয়াসিউর রহমান দোলন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে আ’লীগের প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন। গতকাল মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত প্রচার-প্রচারণা চলবে। ভোটগ্রহণ করা হবে ৩০ জুলাই। নগরীতে এবার ভোটকেন্দ্র ১৩৮টি।

অনলাইন আপডেট

আর্কাইভ