শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ ১৯ শে জুলাই

 

স্টাফ রিপোর্টার : এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৯শে জুলাই। ওইদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডগুলোর ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরবেন তিনি। 

গত ২রা এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলে ১৩ই মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩শে মে’র মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবার অংশ নিয়েছেন ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র ও ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী। এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে অংশ নেন ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ১ লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)-এ ১ লাখ ১৭ হাজার ৭৫৪ জন ও ডিআইবিএসে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬৯ জন। এছাড়া বিদেশের সাতটি কেন্দ্রে ছিলেন ২৯৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৫৯ জন ছাত্র ও ১৪০ জন ছাত্রী।

 

অনলাইন আপডেট

আর্কাইভ