শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

বন কর্মকর্তাদের উপর হামলা আহত ৫ আটক ২

কালিয়াকৈর সংবাদদাতা: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বনের জমিতে থাকা অবৈধভাবে ঘর বাড়ী উচ্ছেদ কালে বন কর্মকর্তাদের উপর হামলা করেছেন স্থানীয়রা। এ ঘটনায় বন কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে চন্দ্রা জোড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। বন কর্মকর্তারা হামলাকারী সন্দেহে দুইজনকে আটক করেছেন। কালিয়াকৈর থানায় একটি  অভিযোগ দায়ের করা হয়েছে। আটককৃতরা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকার আঃ রউফ এর ছেলে মিজানুর রহমান এবং  একই এলাকার তাছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন। কালিয়াকৈর বন রেঞ্জের আওতাধীন চন্দ্রা বন বিট কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রা জোড়া পাম্প এলাকায় মিজানুর রহমান ও আলতাব হোসেন নামে দুই ব্যক্তি অবৈধভাবে বনের জমি দখল করে ঘরবাড়ী তৈরি করা হচ্ছে শুনতে পাই। বিষয়টির সত্যতা পাওয়া গেলে কালিয়াকৈর রেঞ্জের কয়েকটি বিটের কর্মকর্তা ও কর্মচারী যৌথভাবে উচ্ছেদ অভিযান করতে যাই। শনিবার সকালে ওই দুইজনের দুই ঘর উচ্ছেদ করার সময় স্থানীয় বেশ কয়েকজন নারী পুরুষ বন কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা চালায়। এসময় মৌচাক বন বিট কর্মকর্তা সজিব মজুমদার, বন প্রহরী জীবন দেওয়ান ও নিজাম উদ্দিনসহ ৫জন আহত হয়। আহতদের মধ্যে জীবন দেওয়ান ও নিজাম উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এক পর্যায়ে স্থানীয়রা বন কর্মকর্তা কর্মচারীদের ঘেরা করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সর্টগানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করলে স্থানীয়রা পালিয়ে গেলে বন কর্মকর্তা ও কর্মচারীরা স্থান ত্যাগ করে। এসময় মিজান ও আলতাফকে আটক করে নিয়ে আসেন বন কর্মকর্তারা। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার ফাতেমা আক্তার শিল্পী জানান, এব্যাপারে চন্দ্রা বন বিট কর্মকর্তা বাদী হয়েছে একটি অভিযোগ দায়ের করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ