শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গা পৌরসভার বকেয়া পৌর হোল্ডিং কর আদায়ে দুদিনব্যাপী মালামাল ক্রোক অভিযান শুরু

চুয়াডাঙ্গা সদর  সংবাদদাতা : চুয়াডাঙ্গা পৌরসভার বকেয়া পৌর হোল্ডিং কর আদায়ে  দুদিনব্যাপী মালামাল ক্রোক অভিযান শুরু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়েছে।
পৌরভবন থেকে চারটি গাড়ি নিয়ে পৌরপরিষদ সদস্য ও পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৯ নম্বর ওয়ারর্ডের পান্না সিনেমাহলপাড়া, ১ নম্বর ওয়ারর্ডের কেদারগঞ্জবাজার এবং ৩ নম্বর ওয়ার্ডের সাদেক আলী মল্লিকপাড়ায় বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অনেক গ্রাহক বকেয়া হোল্ডিং ট্যাক্সের টাকা পরিশোধ করেন।
এসময় পৌর প্যানেল মেয়র একরামুল হক জানান,পৌর এলাকার উন্নয়নে দাতা সংস্থার পরামর্শে ৮৫ শতাংশ কর আদায়  করার শর্ত দিয়েছে। ইতিমধ্যে গ্রাহকদের সহযোগিতায় ৮০ ভাগ বকেয়া টাকা  আদায় সম্ভব হয়েছে। আশা করছি দাতা সংস্থার চাহিদা পূরণ করা সম্ভব হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ