শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

খুলনায় বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

 

খুলনা অফিস : খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী মো. রাজু শেখ ও মো. মানিক শেখ নিহত হয়েছে। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। আহতদেরকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, দুই রাউন্ড গুলী, ১৫০ পিস ইয়াবা, দু’টি রামদা, দু’টি ছোরা উদ্ধার করেছে। নিহতদের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দিনগত রাত সোয়া ৩টার দিকে মহানগরীর বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় ব্যাংকার্স মাঠে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাজু মহানগরীর বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে ও মানিক শেখ মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে ।  খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুভেন্দু জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সোয়া ৩টার দিকে তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলী চালালে পুলিশও পাল্টা গুলী চালায়। এসময় ওই দুই জন নিহত হয়। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। তারা হলো-পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজিৎ মন্ডল, এসআই (নি:) মোল্লা আব্দুল হাই, এসআই (নি:) মিলন কুমার মৈত্র, এসআই (নি:) ইকবাল হোসেন ও কং/৪৫২২ মো. মাহাবুব রহমান। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান এসআই সুভেন্দু দাবি করেন। এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের ডিসি আল এহসান জানান, রাত সোয়া তিনটার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলী চালালে পুলিশও পাল্টা গুলী চালায়। এতে ওই দুইজন নিহত হয়। আহত হয় পুলিশের পাঁচ সদস্য। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মে মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রায় প্রতি রাতেই ‘বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতাদের’ নিহত হওয়ার খবর দিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের ঘটনায় গত এক মাসে দেড় শতাধিক নিহত হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ