শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ন্যাপ ভাসানীর অভিনন্দন

২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) এর চেয়ারম্যান এডভোকেট মো. আজহারুল ইসলাম ও ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম মোস্তফা আকন্দ এক যৌথ অভিনন্দন বার্তায় রজব তৈয়ব এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ায় ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এডভোকেট মোঃ আজহারুল ইসলাম উষœ অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের অভিজ্ঞ, সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে তুরস্ক আগামীতে উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। এডভোকেট আজহারুল ইসলাম আরো আশা করেন যে, বাংলাদেশের সাথে বিরাজমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় ও সুসংহত হবে।
মুসলিম বিশে^ বিরাজমান বিভিন্ন সমস্যা মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন, ফিলিস্তিন, কাশ্মীর,  সিরিয়াসহ বিশে^র মুসলমানদের খেদমত করার জন্য ইসলামী জাতিসংঘ অথবা ইসলামিক কনফেডারেশন অথবা ইসলামিক সম্মিলিত বায়তুল মাল অথবা সম্মিলিত ইসলামিক আর্মি গঠনে বিশে^র মুসলিমদের একত্রিত করা এবং বিশে^ মুসলিমের নেতৃত্ব দেওয়ার জন্য রজব তৈয়ব এরদোগানকে আল্লাহ যেন তৌফিক দান করেন এবং কবুল মঞ্জুর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ