শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

অস্ট্রেলিয়াকে হারিয়ে শান্তনার জয় পেরুর

রফিকুল ইসলাম মিঞা : অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে শান্তনার জয় পেল পেরু। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরু ২-০ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় আগেই দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে দলটি। তবে দলটির নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিকই জয় পেয়েছে। অথচ পেরুকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু পেরুর কাছে শেষ ম্যাচে পাত্তাই পেলনা দলটি। পেরুর কাছে হার দিয়েই রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ফলে ‘সি’ গ্রুপ থেকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স আর ডেনমার্ক। পেরু প্রথম দুই ম্যাচে হারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের হারানোর কিছু ছিলনা। কারণ দ্বিতীয় রাউন্ড থেকে আগেই বাদ পড়েছে দলটি। তবে অস্ট্রেলিয়ার এক পয়েন্ট থাকায় এই ম্যাচে দলটির জয়টা অনেক গুরুত্বের ছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে খেলার ১৮ মিনিটেই আন্দ্রে কারিলোর গোলে এগিয়ে যায় পেরু। পেরু অধিনায়ক পাওলো গুয়েরেরো মাঝ মাঠ থেকে আসা লম্বা এক পাসে অস্ট্রেলিয়ার রক্ষণভাগের সামনে বল রিসিভ করেন। এরপর বলটি কয়েকজনকে কাটিয়ে বাম প্রান্ত থেকে পাস দেন ডান প্রান্তে। সেখানেই ক্যারিলো ডান পায়ের দুর্দান্ত এক শট নেন। সেটিই জড়িয়ে যায় অস্ট্রেলিয়ার জালে। গোলকিপারের কিছু করারই ছিল না। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমেই এগিয়ে যায় পেরু। ২০১৮ বিশ্বকাপে এটাই পেরুর প্রথম গোল। জয়ের জন্যই শুরু থেকে খেলতে থাকে অস্ট্রেলিয়া। এ কারণে প্রায়ই তাদের রক্ষণ ফাঁকা হয়ে যাচ্ছিলো। সে সুযোগটাই নেয় পেরু। কাউন্টার অ্যাটাক থেকে গোল আদায় করে নেয়। অথচ শুরু থেকে প্রভাব বিস্তার করে খেলেছে অস্ট্রেলিয়া। তবে পেরুর কাছে প্রথমেই গোল খেয়ে প্রানপন চেস্টা করেও প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি অস্ট্রেলিয়া। বারবার চেস্টা করেও সফল কোন আক্রমন করতে পারেনি দলটি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পেরু। বিরতির পর খেলতে নেমে আরো একটি গোল পায় পেরু। খেলার ৫০ মিনিটে দলের পক্ষে গোল করে অধিনায়ক পাওলো গুয়েরেরো ব্যবধান বাড়ান। ফলে ২-০ গোলে পেরু এগিয়ে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া কোন গোল পরিশোধ করতে না পারলে ২-০ গোলে জয়ী হয় পেরু।

অনলাইন আপডেট

আর্কাইভ