শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রহমানকে জাতীয়ভাবে মূল্যায়নের প্রয়োজন ---মেয়র আরিফ

সিলেট ব্যুরো : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আতাউর রহমান আতার ফটোগ্রাফি সিলেটের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। সিলেটে আরেক আতা সৃষ্টি করা কঠিন। আতাউর রহমানকে জাতীয়ভাবে মূল্যায়ন করা দরকার। সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা’র ৫ম একক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। গতকাল শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাব ভবনে চার দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হয়।  প্রদর্শনী উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ। উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. দুলাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদস্য সচিব শেখ আশরাফুল আলম নাসির। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদ, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, বাংলাটিভি ইউকে’র ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, প্রবাসী সাংবাদিক সাঈদ চৌধুরী প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ