বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নেত্রকোনার মোহনগঞ্জে পিলারের নিচে চাপা পড়ে শিশুসহ ২ জনের মৃত্যু

নেত্রকোনা সংবাদদাতা: নেত্রকোনা জেলার মোহনগঞ্জে ব্রীজের পাইলিং পিলারের নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার (৫ জুন) দুপুরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাইকুড়া এলাকায় বেতাই নদীতে ব্রীজ নির্মাণ কাজে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একজন নির্মাণ শ্রমিক এবং অন্যজন শিশু।
নিহতরা হচ্ছে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রখোলা গ্রামের আন্নেছ আলীর ছেলে রিফাত মিয়া (১৮) এবং মোহনগঞ্জের ব্রীজ সংলগ্ন পাইকুড়া গ্রামের ককিব মিয়ার ছেলে তামিম (৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রীজে পাইলিং কাজ চলাকালীন সময় হঠাৎ একটি পাইলিং পিলার হেলে পড়ে। এসময় নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক রিফাত মিয়া পিলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া পাশেই নদীতে গোসল করা শিশুটির উপর পিলারটি পড়লে ঘটনা স্থলেই শিশু তামিমও মারা যায়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনসারি জিন্নাৎ আলী জানান, ঘটনাটি শুনেছি এবং দুজনের লাশ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তবে শিশুটি মারা যাওয়ার ব্যাপারে কেউ যদি অভিযোগ করলে মামলা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ