শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

চকরিয়া জাগ্রত তরুণ ছাত্র সংসদের উদ্যোগে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ সহ কৃতী সংবর্ধনা

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার অন্যতম সমাজসেবী অরাজনৈতিক সংগঠন চকরিয়া জাগ্রত তরুণ ছাত্র সংসদের উদ্যোগে দাখিলের ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের বিশাল সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকায় প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার দাখিলে পাসকৃত ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি ছাত্রনেতা এম. তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিশিষ্ট শিক্ষানুরাগি জননেতা শহিদুল ইসলাম ফোরকান বি.এ (অনার্স) এম.এ। তিনি জিপিএ-৫ প্রাপ্তসহ মেধার স্বাক্ষর রেখে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের পুষ্পমাল্য পড়িয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শওকত আলম, মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ আবুল কালাম, সহ-সুপার আশরাফুল মোস্তফা বিন নূরী, শিক্ষক মিজানুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম ফোরকান বলেন, একটি রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। আদর্শ সমাজ বিনির্মাণে নৈতিকতা সম্পন্ন একজন মেধাবী শিক্ষার্থী যে ভূমিকা রাখতে পারে তা অন্য  কোন শিক্ষার্থী সহজে পারেনা। দ্বীনি শিক্ষার পাশাপাশি সেই নৈতিকতা সম্পন্ন মেধাবী মানুষ গড়ার কাজটি করে যাচ্ছে এতদাঞ্চলের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসা। মেধাবিরাই পারে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো নানান অপরাধ ও অসঙ্গতির বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে। তিনি বলেন, আজকের মেধাবীরা আগামীদিনের সমৃদ্ধ দেশ ও আত্মনির্ভশীল সমাজ গড়ার কারিগর। তাই জীবনের প্রতিটি ধাপে কৃতীত্বের স্বাক্ষর রাখতে নিয়মানুবর্তিতা, শৃংখলা ও অধ্যবসায় মেনে চলে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে মূল্যবান সময়ের প্রতি সচেতন ও যতœবান হওয়ার আহ্বান জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ