শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারানো ৪৬ অভিবাসী ইথিওপীয় নাগরিক

৭ জুন, বিবিসি : সোমালিয়া থেকে ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ৪৬ অভিবাসীর সবাই ইথিওপীয় নাগরিক। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম খবরটি জানিয়েছে। গত বুধবার ইয়েমেন উপকূলের কাছে উত্তাল সাগরে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৬ জন। 

আইওএম জানায়, বুধবার সকালে এডেন উপসাগরে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় প্রাণ হারানোর মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী। বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, নৌকায় লাইফ জ্যাকেট ছিল না। তারা জানান, নৌকাটিতে কমপক্ষে ১০০ আরোহী ছিল। ইয়েমেনসহ অন্য উপসাগরীয় দেশগুলোতে কাজের আশায় তারা বোসাসো বন্দর থেকে যাত্রা করেছিল।

আইওএম কর্মকর্তা মোহাম্মদ আব্দিকার বলেন, ‘প্রতি মাসে ৭ হাজারেরও বেশি অভিবাসী ঝুঁকিপূর্ণভাবে নৌকায় করে সাগরপথে পাড়ি জমায়। গত বছর ১ লাখের মতো মানুষ এ কাজ করেছে।’

দশকের পর দশক ধরে অভিবাসী ও শরণার্থীরা হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেনে পাড়ি জমাচ্ছে। দেশটিকে অন্য উপসাগরীয় দেশ ও ইউরোপে পাড়ি জমানোর গেটওয়ে হিসেবে বিবেচনা করা হয়। তবে গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের মানবিক সংকট এখন ভয়াবহ রূপ ধারণ করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ