শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

চট্টগ্রামে টেরিবাজারে কোস্ট গার্ডের অভিযান দোকানিদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো : বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার টেরিবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশী শাড়ি-কাপড়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এসময় মনে রেখসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের মধ্যে এ সময় উত্তেজনা দেখা দেয়। তারা সড়কে নেমে বিক্ষোভ করেন। কোস্ট গার্ড সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিত্তে ৩১ মে   দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোন চট্টগ্রাম, র‌্যাব, পুলিশ এবং শুল্ক গোয়েন্দা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে চট্টগ্রামের টেরীবাজার মার্কেটের ২ টি দোকান (মনে রেখ ,স্টার প্লাস) হতে বৈধ কাগজ পত্র বিহীন, ৪০৪ পিস থ্রীপিচ ও ১৫২ পিস বিভিন্ন প্রকারের শাড়ী জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য  পঁয়ত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা।  লে. কমান্ডার সাইফুল জানান, টেরিবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশী শাড়ি-কাপড়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ব্যবসায়ীরা সহযোগিতা করেন নি। শুল্ক ফাঁকি দিয়ে আনার অভিযোগে বিদেশী শাড়ি-কাপড় জব্দ করে কোস্ট গার্ড। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন বলেন, পুরো টেরিবাজার ঘিরে অভিযানের নামে ঈদের বেচাকেনায় বিঘœ সৃষ্টি করার প্রতিবাদে ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন। বৈধ কাগজপত্র দেখানোর পরও অনেক দামি দামি শাড়ি-কাপড় জব্দ করা হয়েছে। শতাধিক বিপণীকেন্দ্র (মার্কেট) নিয়ে টেরিবাজার। ছোট-বড় মিলে দোকান হবে প্রায় ২ হাজার। টেরিবাজারে একসময় শুধু থান কাপড় ও রেডিমেড পোশাক পাইকারি বিক্রি হতো। বর্তমানে অনেক বড় বড় শোরুম চালু হয়েছে। যেখানে একই ছাদের নিচে সব ধরনের পরিধানসামগ্রী পাওয়া যাচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ