শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মহাকাশে ঘুরে এলো বিশ্বকাপ ফুটবল

 

 স্পোর্টস ডেস্ক: মহাকাশ ঘুরে এলো রাশিয়া বিশ্বকাপের বল। গত রোববার রাশিয়ার মহাকাশচারী অ্যান্তন সাখাপ্লেরভ মহাকাশ থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল নিয়ে ফিরে এসেছেন। যে বল দিয়ে মস্কোতে আগামী ১৪ জুন রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলানো হবে। রাশিয়ার মহাকাশ সংস্থা ‘রসকসমস’ জানিয়েছে, সাখাপ্লেরভ, যুক্তরাষ্ট্রের স্কট টিঙ্গল ও জাপানের নরিশিগ কানাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বিচ্ছিন্ন হয়ে অবতরণ শুরু করেন গত রোববার। তিন ঘণ্টা পর কাজাখস্তান সময় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে তারা মহাকাশযান সয়ুজ এমএস-৮-এ চড়ে জেজকাগানের কাছাকাছি এলাকায় অবতরণ করেন। তারা মহাকাশে ছিলেন ১৬৮ দিন।অবতরণস্থলে রুশ কর্মকর্তাদের সঙ্গে মহাকাশচারীদের সহযোগিতা করেন নাসার সদস্য ও জাপানের চিকিৎসকরা।

অনলাইন আপডেট

আর্কাইভ