শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মগবাজারে জামায়াতের বদর দিবসের আলোচনা সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান বলেছেন, ১৭ রমযান ঐতিহাসিক বদর দিবসে কাফিরদের সাথে মুসলমানদের সম্মুখ লড়াইয়ে রাসূল (সাঃ) ছিলেন সেনাপতি। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সাহসের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া মুজাহিদদেরকে মহান আল্লাহ সেদিন বিজয় দান করেছিল।
গত রোববার সন্ধ্যায় জামায়াত রমনা পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও বদর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের মহানগরী মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচনা রাখেন থানা সেক্রেটারি ইউসুফ আলী মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য আকতার হোসেন, সুলতান মাহমুদ ও আবু সাঈদ মন্ডল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ