শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

পারমাণবিক অস্ত্র পরীক্ষার ২০ বছর পূরণ পাকিস্তানের

 

২ জুন, ডন : গত ২৮ মে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ২০ পূরণ করলো পকিস্তান। ১৯৯৮ সালের ২৮ মে নিজ দেশের সার্বভৌম ও নিরাপত্তা রক্ষার্থে এওং পার্শ্ববর্তী দেশ ভারতের পারমাণবিক অস্ত্র পরীক্ষায় অফলতা অর্জনের পর অনেকটা বাধ্য হয়েই পরীক্ষা চালিয়েছিলো দেশটি।

২০ বছর পূর্তি উপলক্ষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে জানানো হয়, ১৯৯৮ সাল থেকে পাকিস্তান তার পারমাণবিক শক্তির ব্যবস্থার তত্ত্বাবধানে সর্বাধিক নিয়ন্ত্রণ ও দায়িত্ব দেখিয়েছে। বিশ্ব শান্তি ও কৌশলগত স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিতে পাকিস্তান দৃঢ় অবস্থান নিয়েছে।

শুধু তাই নয় এই অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি হ্রাস এবং পরিহারের জন্য আরোকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান প্রশাসন। ভারত মহাসাগরের পারমাণবিকীকরণ এবং পাকিস্তানের প্রতিবেশীদের মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কারণে ক্ষয়ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও উদ্বেগের বিষয় হওয়া উচিত।

 

অনলাইন আপডেট

আর্কাইভ