শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই

প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপরূপ নীলাভূমি নরসিংদী। প্রাচীন নির্দেশন উয়ারী বটেশ্বর ও শিল্পকারখানার দিক দিয়ে রয়েছে এই জেলার বিশেষ খ্যাতি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কবি শামসুর রহমান, আলাউদ্দিন আর আজাদ এই জেলারই কৃতি সন্তান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল এসব কবি এবং বীরশ্রেষ্ঠের এই জেলাতে নেই কোন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষার জন্য দূর-দূরান্তের বিশ্ববিদ্যালয়ে গিয়ে অধ্যয়ন করতে হয়। যা অনেকটা কষ্টকর ও ব্যয়বহুল। প্রায় অনেকদিন যাবতই নরসিংদীতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সামাজিক আন্দোলন করে আসলেও একজন বীরশ্রেষ্ঠের এই শহরে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের পক্ষ থেকে পাওয়া যায় নি। তাই অবিলম্বে নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব জনাব মো. সোহরাব হোসাইনের সুদৃষ্টি কামনা করছি।
আব্দুল্লাহ আল মাউন, পরিসংখ্যান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অনলাইন আপডেট

আর্কাইভ