বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ব্রেন টিউমারে আক্রান্ত ইসরাফিলের চিকিৎসায় সাহায্যের আবেদন

বাঁচতে চায় ব্রেন টিউমারে আক্রান্ত কয়রার হতদরিদ্র কৃষক ইসরাফিল ঢালী

খুলনা অফিস : বাঁচতে চায় ব্রেন টিউমারে আক্রান্ত হতদরিদ্র কৃষক ইসরাফিল। খুলনা জেলার কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামের ফারিক ঢালীর বড় ছেলে মো. ইসরাফিল ঢালী (৪০) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে এখন মৃত্যু পথযাত্রী। প্রায় চার মাস আগে চিকিৎসাধীন অবস্থায় তার মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার চিকিৎসক সাইদুর রহমান শেখ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকায় নিয়ে গেলে চিকিৎসকরা জানান, অপারেশনের জন্য প্রায় ৪ লাখ টাকা খরচ হবে। কিন্তু হত-দরিদ্র কৃষক ইসরাফিল ও তার স্বজনদের পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব।  পরিবারের পক্ষ থেকে বলা হয়, এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা চলছে ইসরাফিল ঢালীর। বর্তমানে তিনি ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন। এতে এরই মধ্যে প্রায় ২ লাখ টাকা খরচ হয়ে গেছে। তাকে সুস্থ করে তুলতে আরও কমপক্ষে ২ লাখ টাকা দরকার, যা তাঁদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই ইসরাফিলকে সুস্থ করে তুলতে সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে তার পরিবার। ইসরাফিল ঢালীকে কেউ সাহায্য করতে চাইলে তার ছোট ভাই ইসমাইল ঢালীর মোবাইল নাম্বারে পার্সনাল বিকাশ নং ০১৯৩০-৫৭২১২৭ এ পাঠাতে অনুরোধ করেছে তার পরিবার।

অনলাইন আপডেট

আর্কাইভ