বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

তাকওয়া অর্জনের অনুভূতি নিয়ে রোজা পালন করার আহ্বান

চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন মহানগরীর সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর

বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গতকাল নগরীর ছোটপুল হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় অনুষ্ঠিত হয়। চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহনগরীর সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডা. মোহাম্মদ ইলিয়াছ। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমযান  মাস কুরআন নাজিলের মাস। রোজার মূল উদ্যোশ্য হচ্ছে মানুষকে তাকওয়াবান করে গড়ে তোলা। রোজার মাধ্যমে যদি আমরা আল্লাহ ভীতি অর্জন করতে না পারি তাহলে সারাদিন উপবাস থাকা অর্থহীন। তাই তাকওয়া অর্জনের অনুভূতি নিয়ে রোজা পালনের জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাষী কল্যাণ সমিতির চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি শহীদুল ইসলাম, মাস্টার আহমদুর রহমান, প্রাক্তন ছাত্র নেতা মোহাম্মদ রেজাউল করিম, হাফেজ মোহাম্মদ মোজাফ্ফ। ইফতার মাহফিলে এয়াতিম ছাত্র ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ