শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আইপিএলকে গুডবাই বলছেন ধোনি

স্পোর্টস ডেস্ক : ছত্রিশেও বাইশ গজে ক্যারিশমা দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সেই ধোনি ২০১৮ সালের আসর শেষে আইপিএল থেকে অবসর নেবেন। তার ঘনিষ্ঠ মহলের সূত্রে ভারতীয় গণমাধ্যম এমন সংবাদই দিয়েছে।  ২০০৮ সাল থেকে আইপিএলে চেন্নাই দলের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। এক দশক ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজত্ব করছেন মাহি। দুই বছরের নির্বাসন কাটিয়ে এবারের আইপিএলে ফিরে প্লে-অফে পৌঁছে গিয়েছে ধোনির চেন্নাই। 

এর আগে ৮ বারের মধ্যে দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এছাড়া তিনবার রানার্সও হয়েছে ধোনির দল। সবমিলিয়ে পরিসংখ্যানের বিচারে আইপিএলের ইতিহাসে অন্যতম ধারাবাহিক দলের নাম চেন্নাই। ধোনির বয়স যেহেতু ৩৬, তাই ধারাবাহিকতা ধরে রাখাটা সত্যিই কঠিন বলে মনে হয়েছে ধোনির নিজেরই। চেন্নাই দলের কিছু সিনিয়র ক্রিকেটার এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ধোনি নিজেই এবার হলুদ জার্সিটা তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন। টেস্ট থেকে অবসর নেয়ার পর শুধুমাত্র একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন ধোনি। ২০১৯ সালের বিশ্বকাপ খেলেই জাতীয় দল থেকেও চূড়ান্তভাবে বিদায় জানাবেন বলে গুঞ্জন আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ