শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ফুটবলারদের ক্যাম্প শুরু ২৬ মে

স্পোর্টস রিপোর্টার: আগামী ১৫ হতে ২৭ আগস্ট পর্যন্ত ‘এশিয়ান গেমসের খেলা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ হতে ১৫ সেপ্টম্বর পর্যন্ত ‘সাফ চ্যাম্পিয়নশীপের খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত দু’টি প্রতিযোগিতায় যথাক্রমে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। এ প্রেক্ষিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৪৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অলিম্পিক ও জাতীয় ফুটবল দলের একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আগামী ২৬ মে হতে সাভারস্থ বিকেএসপি’র আন্তর্জাতিক হোস্টেলে শুরু হবে। ক্যাম্পে ডাকপ্রাপ্ত ফুটবলারদের আগামী ২৬ মে দুপুর ১২ টার মধ্যে আনুষঙ্গিক ক্রীড়া সামগ্রীসহ দলীয় ম্যানেজার সত্যজিৎ দাশ রূপুর নিকট মতিঝিলস্থ বাফুফে ভবনে রিপোর্ট করতে বলেছে বাফুফে। দলের প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চায়না বাফুফে। তাই তো ইতিমধ্যেই ব্রিটিশ কোচ জেমী ডের সাথে আলোচনা চুড়ান্ত করেছে। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই ঢাকায় আসবেন এই ব্রিটিশ কোচ।তার আগে স্থানীয় কোচরাই ফুটবলারদের ফিটনেস ট্রেনিং করাবেন।  

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ফুটবলে অংশ নিবে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় বড় কোন টার্গেট না থাকলেও সাফের ফাইনালে খেলার স্বপ্ন নিয়েই কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০০৩ সালে শিরোপা জয়ী বাংলাদেশ দল এখন গ্রুপ লড়াই থেকেই বিদায় নেয়। গত কয়েকটি আসরের চিত্রটা এরকমই। জাতীয় দলের পারফরমন্সে এতটাই পড়ে গেছে যে ফিফার কোন শিডিউল ম্যাচ পায়না দীর্ঘদিন। তাই ঘরের মাঠে অনুষ্টিতব্য সাফ ফুটবলের এবারের আসরে শিরোপা জয়ের মিশন নিয়েই প্রস্তুতি শুরু করছে স্বাগতিকরা।এদিকে জেমিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হলেও এখনো তার সহকারী, ফিটনেস এবং ফিল্ডিং কোচ নিয়োগ দেয়া হয়নি। জেমির সঙ্গে আলাপ-আলোচনা করেই এব্যাপারে সিদ্ধান্ত নিবে ব্যবস্থাপনা কমিটি।

প্রাথমিক দল ঃ আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, মাহফুজ হাসান প্রীতম, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, নাসির উদ্দিস চৌধুরী, ফয়সাল মাহমুদ, মামুন মিয়া, ওয়ালী ফয়সাল, সাদ্দাম হোসেন এ্যানি, আবু সুফিয়ান, উত্তম কুমার বণিক, মোহাম্মদ আল আমিন, রবিউল হাসান, মঞ্জুরুর রহমান মানিক, আতিকুর রহমান ফাহাদ, নুরুল নাইয়ূম ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, সুসান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, মামুনুল ইসলাম মামুন, ইমন মাহমুদ, জামাল ভূঁইয়া, জুয়েল রানা, মতিন মিয়া, ফজলে রাব্বি, মাসুক মিয়া জনি, মোহাম্মদ আব্দুল্লাহ, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রহমত মিয়া, সাদ উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, রুবেল মিয়া, জাফর ইকবাল, মাহাবুবুর রহমান সুফিল, মো. স্বাধীন, বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ, নাবিব নেওয়াজ জীবন এবং মনসুর আমিন।  

অনলাইন আপডেট

আর্কাইভ