শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চরফ্যাশনে গভীর রাতে প্রতিপক্ষের উপর হামলা আহত-৩

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা: চরফ্যাশনের জনতাবাজারে শুক্রবার দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে ভিটাসহ দোকান ঘর দখল করার অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় দোকান মালিক জনতাবাজার ডিগ্রী কলেজের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান, তার ভাই মামুন এবং সোহেল আহত হয়েছেন।
 আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মো. আমান উল্যাহ বাদি হয়ে ৬ জনকে আসামী করে চরফ্যাশন থানায় এজাহার দাখিল  করেছে।
তদন্ত সাপেক্ষে পুলিশ আসামীদের গ্রেফতার করবেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কারী কর্মকর্তা চরফ্যাশন থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।
এজাহার সূত্রে জানায়ায- আমানউল্যাহ জনতা বাজারের ভিটাসহ দোকানঘর ক্রয় করে দীর্ঘদিন ধরে মুদি ব্যবসা করে আসছেন। শুক্রবার ভোর রাতে আবুল কালামগংরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকান মালিক মিজানগংদের কুপিয়ে পিটিয়ে জখম করে দোকান থেকে বের করে দেয় এবং দোকানটি দখল নেয়।
জানা যায়-ভিটাসহ দোকানের মালিকানা নিয়ে বিরোধ ছিল। যার ফলে বাদি আমান উল্যাহ চরফ্যাশন সিনিয়র জজ আদালতে  মোকদ্দমা দাখিল করেন। যা চলমান আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ