শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার আলোচনা সভা ও ইফতার মাহফিল

 

খুলনা অফিস : ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হাসপাতালের সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) ডা. মাহফুজা ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ ইমাজ উদ্দিন মন্ডল।  আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা মো. ইব্রাহিম খলিল। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনার জোনাল হেড মাকসুদুর রহমান ও খুলনা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিউল আজম। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, মুকাররম বিল্লাহ আনসারী, মার্কেটিং ইনচার্জ ইমরান খানসহবিভিন্ন পেশার সরকারী কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংক বীমার কর্মকর্তা, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তবে বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। তিনি হাসপাতালের প্রশংসা করে বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল শুধু চিকিৎসা সেবা প্রদান করে তাই নয় সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের জন্য ফ্রি চোখের ছানি অপারশন, ফ্রি ঠোঁট কাঁটা তালু কাঁটা অপারেশন, ডায়াবেটিস, ডেন্টালসহ বিভিন্ন সেবা প্রদান করে। তিনি আশা প্রকাশ করে বলেন, আরো উন্নত সার্ভিস প্রদানে কর্তৃপক্ষ পদক্ষেপ নিবেন এবং হাসপাতালের সেবা যাতে সব শ্রেণীর মানুষ পেতে পারে সেজন্য তিনি আহ্বান করেন।  আলোচনা সভায় বক্তারা বলেন, রমযান মাস তাকওয়া অর্জন ও কুরআন নাজিলের মাস। রমযান মাসে রোযা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে গুনাহ মাফ করা এবং কুরআনের মাধ্যমে জীবন গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ